গোদাগাড়ীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত ।

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটারিয়ামে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে শিক্ষা প্রধান, সহকারী লাইব্রেরিয়ান নিয়ে অনুষ্ঠিত এ কর্মশালা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সবুজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

এ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর রহমান, টীম ম্যানেজার এজাজুল ইসলাম প্রতিষ্ঠান প্রমূখ।
বক্তাগণ বলেন, এসইডিপি ও স্টেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিম কার্যক্রম পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ, শিক্ষপ্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম পরিচালনার গুরুত্ব ও পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কৌশল অবহিতকরণ, কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্ব সম্পর্কে এবং কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা অবহিতকরণ।
মানুষের হাজার বছরের চিন্তা, জ্ঞান ও অভিজ্ঞতার বিবরণী কালো অক্ষরের শৃঙ্খলে বাঁধা পড়ে থাকে বইয়ের পাতায়। বই প্রজন্ম থেকে প্রজন্মে, কাল থেকে কালান্তেরর সেতুবন্ধ রচনা করে। বই পৌঁছে দেয় এক সভ্যতার আর্জিত জ্ঞান পরবর্তী সভ্যতার হাতে। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, জ্ঞান, আলো ও হৃদয়ের প্রশান্তির জন্য বই হোক শ্রেষ্ঠ বন্ধু ও নিত্যদিনের সঙ্গী, ভাল বই পড়া মানে সেরা মানুষের সাথে কথা বলা। শিক্ষকের লক্ষ্য যেমন ছাত্র তৈরী করা তেমনি লাইব্রেরিয়ানের লক্ষ পাঠক তৈরী করা। বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। মোঃ হানিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মতিয়ার রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আতাউর রহমান, কাশিমপুর একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *