এইচএসসি’র ফলাফলে অতীতের চেয়ে এগিয়ে জগদল আদিবাসী স্কুল ও কলেজ

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশেরন্যায় নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় এই ফলাফল প্রকাশ হলে উচ্ছসিত হয় জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম জানান, জগদল আদিবাসী স্কুল ও কলেজ হতে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় সাধারণ শাখায় নিবন্ধনকারী ৩৪ জনের মধ্যে ৩২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ন হয়। অপরদিকে কলেজের বিএমটি শাখার নিবন্ধনকারি ৯৮ জনের মধ্যে ৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়েছে। সাধারণ শাখায় জিপিএ-৫ ২জন ও বিএমটি শাখায় ৫ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়েছেন।
জগদল আদিবাসী স্কুল ও কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন জানান, এই ফলাফল আমি সকল শিক্ষক-শিক্ষার্থীদের উৎস্বর্গ করছি। কারণ শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকের নিবির পরিচর্যার ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে বলে আমি মনে করি। এই ধারাবাকিতা কলেজ কর্তৃপক্ষ ধরে রাখবে বলে আমার আশাবাদ।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *