January 15, 2025, 8:55 am
পটিয়া প্রতিনিধিঃ পটিয়া নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমজীবি মানুষের করণীয় শীর্ষক আলোচনা সভা আজ মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া থানার হাট কিচেন মার্কেট সংলগ্ন নির্মাণ শ্রমিক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পটিয়া পৌরসভা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পটিয়া উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ১২ পটিয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মাণ শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম কন্ট্রাক্টর, সহ-সভাপতি নুর মোহাম্মদ মাঝি, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মফিজুর রহমান, পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সোহেল ইমরান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, ভাটিখাইন ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ছোটন সরকার, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাসান শরীফ, ইকবাল হোসেন, মোঃ মহিম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মোঃ আরিফ, আবদুল আউয়াল, ছৈয়দ নুর, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে উন্নয়নের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে। কিন্তু একটি মহল এখনো সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে।