January 2, 2025, 7:00 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলালে শিক্ষার্থীদের মাঝে ক্ষেতলাল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল। এছাড়াও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
উল্লেখ্য প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পাবত্য চট্রগ্রাম ব্যাতিত শীর্ষক কর্মসূচি আওতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের ১ম ও ২য় কিস্তি বরাদ্দ বাস্তবায়ন উপলক্ষে এই আয়োজন করা হয়। ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৮ বাইসাইকেল ও নওটিকা কেশুরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭ টি বাইসাইকেল তাদের হাতে তুলে দেওয়া হয়।