যশলং ইউনিয়ন আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ ঃ

সম্প্রতি যশলং ইউনিয়নে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

স্থানীয় হা‌বিব যুবা‌য়ের সরকারী প্রাঃ বিদ‌্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যশলং ইউপি চেয়ারম্যান জনাব মো: ইসমা‌ইল হো‌সেন বাবু । হা‌বিব যুবা‌য়ের সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃআলী হো‌সেন মিঞা র সভাপত্ত‌্ব‌িতে

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন পুরা সারকারী প্রাঃ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ ,বয়হাল সরকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌বিনা সুলতানা,সহকারী শিক্ষক মোঃসামছুল আলম ,হুমায়ন ক‌বির ,মোঃতুষার হো‌সেন ,

চাপ সারকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নী‌লিমা আক্তার ,ছোট কেওয়ার সরকারী প্রঃ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমরুল ক‌বির
ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক মোঃআবু হা‌নিফ , সেরাজাবাদ সরকারী প্রাঃ‌বিদ‌্যা‌লের প্রধান শিক্ষক মোঃআঃগ‌নি মোল্লা , সহকারী শিক্ষক আ‌নিয়া আফ‌রোজ ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ‌্যা‌লের সহকারী শিক্ষক মোঃজ‌নি হো‌সেন ,স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ ।

ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সম্পন্নে (১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ) দায়িত্ব পালন করেন। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যশলং নগর ইউনিয়নের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অ‌ভিবাবক উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *