রিপন ওঝা,মহালছড়ি –
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজার হতে আজ ৭ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ৩০লিটার চোলাই মদ উৎপাদনকারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬.০০ঘটিকার দিকে মহালছড়ি সরকারি কলেজ মোড় ২৪মাইল নামক স্থানে পরিবহনে তল্লাশি চালিয়ে গোপনসূত্রের ভিত্তিতে আজ সকালে ১। মমতা চাকমা(৪৭)স্বামীঃ ইন্দ্র চাকমা, ২। ত্রিজীবন চাকমা(১৬) পিতাঃ ইন্দ্র চাকমা থেকে চোলাই মদ উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মমতা চাকমা(৪৭) ও ত্রিজীবন চাকমা(১৬) মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের মধ্য লেমুছড়িতে বসবাস করেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান জানান, চোলাই মদ সহ আটককৃত অপরাধীদ্বয় অবৈধ মাদকদ্রব্য তথা চোলাই মদ বিক্রয়ের জন্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় অপরাধে মামলা রুজু এবং যথাযথ নিয়ম অনুসরণ করেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply