রাজধানীর সবুজবাগ ব্যাটারিচালিত ৯ রিকশা জব্দ

মোঃ রাসেল সরকার//
ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নয়টি রিকশা জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৫ ফেব্রুয়ারি) সবুজবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এসব রিকশা জব্দ করে পেলোডার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। পরে মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।

এদিকে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূলরাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

পরে সম্পত্তি কর্মকর্তা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোনো প্রকার দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *