January 15, 2025, 5:55 am
রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –
রংপুর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ডের রংপুর রেলস্টেশন সংলগ্ন খেরবাড়ীতে প্রতিষ্ঠিত ডাঃ হারুন স্মৃতি পাঠাগার এর পাঠকদের মাঝে গতকাল জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, পাঠাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
উল্লেখ্য ডাঃ হারুন স্মৃতি পাঠাগার প্রতিবছর স্থানীয় পাঠকদের মাঝে কম্বল, শীতবস্ত্র,ফ্রি চিকিৎসা সেবা, বই উপহার, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিনোদনের ব্যবস্থা করা, জাতিয় দিবস পালন, খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবছর স্থানীয় পাঠকদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হলো।