ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নগরীর সানকিপাড়া (নর্থ) এলাকার ১৮ জাহাঙ্গীর হোসেন পুত্র আল আমিন বাবু(৩০)কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।

সোমবার (৬ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনা মোতাবেক এস আই আশিকুল হক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- পলাতক আসামি নগরীর সানকিপাড়া (নর্থ) এলাকার ১৮ জাহাঙ্গীর হোসেন পুত্র আল আমিন বাবু(৩০) গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৪৫ গ্রাম হেরুন সহ গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত শেষে দ্রুততম সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দ্রুততম সময়ে সাক্ষী প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ সনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকার পর ০৬ ফেব্রুয়ারী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ জানান- মাদক,সন্ত্রাস,
সাজাপ্রাপ্ত আসামিসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী মডেল থানার পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *