টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

রোববার (০৫ ফেব্রুয়ারি) রাত থেকে আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোর পযর্ন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের মৃত শামসু গাজীর ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ওমর গাজী (৩৫), ওয়ারেন্টভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে রফিক শেখ (৫০), চর কুশলি গ্রামের মৃত হায়েত আলী মোল্যার ছেলে আবুহার মোল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়িয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।

ওসি আবুল মুনসুর বলেন, রোববার রাত থেকে আজ সোমবার ভোর পযর্ন্ত উপজেলার বিভিন্ন অভিযান চালায় পুলিশ। এসময় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *