তারাকান্দায় ভূমি সেবা সহজীকরণ ও ভূমি উন্নয়ন কর আদায় ত্বরান্বিত করার লক্ষে বিশেষ ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন

আরিফ রববানী ময়মনসিংহ।।
“সবাই মিলে অনলাইনে দিব কর, দেশ হবে স্বনির্ভর”
এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় সোমবার (৬ ফেব্রুয়ারী ) শুরু হয়েছে বিশেষ ভূমি সেবা সপ্তাহ ২০২৩। ভূমি সেবা সহজীকরণ, ভূমি উন্নয়ন কর ও ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে তারাকান্দা উপজেলা ভূমি অফিস গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। এর মাঝে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা বুথ স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং ডিজিটাইজেশন কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ভিটি ও ভিপি নবায়নসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম। উপজেলায় সপ্তাহব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, “এবারের ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর আদায় এর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ সুবর্ণ সুযোগ তারাকান্দা বাসী স্বত:স্ফ‚র্তভাবে গ্রহণ করেছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *