জয়পুুরহাটে নাশকতা মামলার পলাতক ৩ শিবির কর্মী গ্রেপ্তার

রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটে সরকার বিরোধী নাশকতায় পরিকল্পনার মামলার তিনজন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (৬ই জানুয়ারী) গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন।

পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ২৪ ই ডিসেম্বর সকালে ককটেল, লাঠি সহ শহরে নাশকতার উদ্যেশে বামনপুর শগুনা চারমাথায় এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়েত ও শিবির কর্মীরা। এসময় পুলিশ গিয়ে ৬ টি ককটেল সহ ১২ জনকে গ্রেফতার করে ও অনন্য জামায়েত ও শিবিরের নেতা কর্মীরা পালিয়ে যায়। ঐ মামলায় গ্রেপ্তারকৃত তিনজন আসামী পলাতক ছিলো। গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *