January 15, 2025, 3:01 pm
আব্দুল আউয়াল,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ৪ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য এবং বানারীপাড়া বন্দর বাজার সমিতির সাধারণ সম্পাদক আশরাফি মনির ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন। আশরাফি মনির অসহায় দুঃস্থদের সবসময়ই সহযোগিতা করে থাকেন ।তিনি পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুল মতিন মৃধা দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অন্যা্ন্য সংগঠনের সাথে একাধিকভাবে জড়িত রয়েছেন।আশরাফি মনির বলেন, আমি যতদিন বেঁচে আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সবসময় যুক্ত থাকব, কোন লোক দেখানো নয় আমি আমার পিতা মরহুম আব্দুল মতিন মৃধার নামে গরীব অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা দিয়ে যাব এবং গরীব অসহায়দের পাশে সবসময়ই থাকব ইনশাআল্লাহ।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।