January 3, 2025, 2:45 am
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি কে পুণরায় এমপি হিসেবে দেখতে চাইলে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি কে সংগঠিত ও শক্তিশালী করে দলীয় কর্মীদের সংগঠিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ নিয়ে ময়মনসিংহ বিশেষ বর্ধিত সভা করেছে সদর উপজেলা জাতীয় পার্টি । ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সদর উপজেলা জাপা নেতা ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করে আবারও বেগম রওশন এরশাদ এমপির বিজয় ধরে রাখতে দ্বিধা দ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার। জাতীয় পার্টি কে তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত জনবান্ধব ও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নির্দেশনা বাস্তবায়নে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৪জানুয়ারী শনিবার বিকাল ৩টায় জাতীয় পার্টির দলীয় কার্যালয় ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস রোডস্থ রওশন এরশাদের বাসভবন সুন্দর মহলে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত উক্ত সভায় সঞ্চাকনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,আবজাল হোসেন হারুন,যুগ্ম যুগ্ন লিয়াকত আলী, রেজাউল করিম, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার, রেখা রাণী সরকার, জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন,পরাণগঞ্জ ইউনিয়ন জাপা নেতা ইউনিয়ন জাতীয় পার্টির কাউসার আহমেদ, আমির হোসেন খান ও শাহজাহান মিয়া,ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোকন মিয়া,কুষ্টিয়া ইউনিয়ন জাপা নেত্রী ইসমত আরা,চরনিলক্ষিয়া ইউনিয়ন জাপা নেত্রী রাণী আক্তার
প্রমুখ। পরে আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহের প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম এর নেতৃত্ব সদর উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সংগঠিত করতে বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যেক ইউনিয়নে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন শেষে উপজেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ময়মনসিংহে জাতীয় পার্টিতে দু’পক্ষের রাজনৈতিক কোন্দলে পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর হওয়ায় আবারো ত্যাগী ও নির্যাতিত, দলের পরিশ্রমী নেতাকর্মীদের বাছাই করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যদের মাঝে সদর উপজেলার সকল ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।