August 31, 2025, 12:05 pm
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
অদ্যকার ৪ ফেব্রুয়ারি রোজ শনিবার ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া। এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের স্থায়ী শান্তি ও জনগণের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নাই। আর এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রত্যেক কর্মীকে জান মাল ও সময়ের সর্বোচ্চ কুরবানির দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ সাখাওত হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুহাম্মাদ খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান, শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি জনাব আবদুল কুদ্দুস, যুব আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি আকন মোঃ রবিউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৩-২৪ সেশনের জন্য হাফেজ আলমগীর হোসেনকে সভাপতি ও জনাব মোঃ সাখাওত হোসেনকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করেন।