গৌরনদীতে দৈনিক যুগান্তর পত্রিকার ২৪ বছর পদার্পণ উপলক্ষে র‌্যালী

বি এম মনির হোসেনঃ-

দৈনিক যুগান্তর পত্রিকার ২৪ বছর পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বব্জন সমাবেশের উদ্যোগে ৪ ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্তরে র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি আবদুছ সালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াসউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা স্বজন সমাবেশের উপদেষ্টা যুগান্তেরের গৌরনদী প্রতিনিধি মোঃআসাদুজ্জামান রিপন,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বদরুজ্জামান খান সবুজ,গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বি এম বেল্লাল হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল। কেক কাটা শেষে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *