আগৈলঝাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলতাফ তালুকদারের দাফন সম্পন্ন

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামের ৩ নং ওর্য়াডের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৫টায় জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে আগৈলঝাড়া থানার এস আই মোঃ মিজানুর রহমান মিসুসহ
পুলিশের একটি চৌকসদল এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ১নং রাজিহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এইচ,এম মানিক হাসান,
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, কোষাধ্যক্ষ ইত্তিকার তালুকদার,
সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলসহবিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ জানাজায় অংগ্রহণ করেন।উল্লেখ্য,
উল্লেখ্য ৪ ফেব্রুয়ারি সকালে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *