January 15, 2025, 2:39 pm
বিশেষ সংবাদদাতা।। শনিবার বানারীপাড়ায় দৈনিক যুগান্তরের প্রকাশনার দুই যুগপূর্তি উদযাপন করা হয়। উপজেলা আওয়ামীলীগ অফিস মিলনায়তনে বেলা ১১ টায় যুগান্তরের স্বজন সমাবেশের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল ০২ আসনের এমপি মোঃ শাহে আলম কেক কাটেন। দৈনিক যুগান্তরের বানারীপাড়া প্রতিনিধি গোলাম মামুদ রিপন সভাপতিত্ব করেন। স্বজন সজল চৌধুরীর সঞ্চালনায় এ সময় আলোচনা করেন পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোগাম সালেহ মঞ্জু মোল্লা প্রমূখ।#