ক্রীড়া ক্ষেত্রে মর্যাদা ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে – হাবিবুন নাহার

বায়জিদ হোসেন, মোংলা
মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের খাসেরডাঙ্গা আবু বকর মাধ্যমিক বিদ্যালয়ে ৬২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ ব্যাপী চলা এ ক্রীড়া প্রতিযোগীতার শেষ দিনে শনিবার (৪ ফ্রেব্রআরি) বেলা ১১ টায় বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক গাজী মো. ইলিয়াস’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষাক বিবেক আনন্দ মজুমদার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা রাখেন পরিবেশ,বন ও জলবায়ু বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি)। এর আগে অতিথি দের ফুলেল শুভেচ্ছা জানানো হয় স্কুল এর পক্ষ থেকে। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তৃতা রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনসার্জ (ওসি) মোহম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মো. হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, বিদ্যায়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ প্রমূখ। এ সময় অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন্য শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গ সহ অবিভাবকেরা উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে অনুষ্টানের প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ক্রীড়া ক্ষেত্রে মর্যাদা ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সফল ও অর্থবহ করে তুলতে খেলাধুলায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে চর্চা ও অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করতে হবে। খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪৩ টি ইভেন্টে ১৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *