January 15, 2025, 7:23 am
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সন্ন্যাসি বাজারের বৈদ্যুতিক মালামালের ব্যবসায়ী মো. সোহেল শেখকে(৩২) পুলিশ আটক করে। পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের মাহফুজা আক্তার নামে এক গৃহিনীর দায়ের করা মামলায় রাত ১২টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ ওই ব্যবসায়ির নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এক প্রবাসির স্ত্রীর নানা ধরণের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্লাইকমেইল করার অভিযোগে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে ব্যবসায়ী সোহেল শেখের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকিয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। ##
কলি আক্তার,
মোরেলগঞ্জ।