January 3, 2025, 2:00 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌরসভার স্বাস্থ্য সহকারী মোছাঃ রওশনারা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করার লক্ষ্যে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করায় পৌরসভায় মঙ্গলবার চাকরির জীবনের শেষ কর্মদিবসে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন তার সহকর্মীরা । বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুজানগর পৌরসভা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে সুজানগর পৌরসভা কার্যালয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার, সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার, লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার কুন্ডু, স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম, বিদায়ী স্বাস্থ্য সহকারী রওশনারা এবং দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন । অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে সুজানগর পৌরসভার পক্ষ থেকে বিদায়ী এ স্বাস্থ্য সহকারীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। আগামী ৮ তারিখের দিকে রওশনারা পরিবারের সকল সদস্যদের সাথে স্থায়ীভাবে বসবাস করার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বলে জানা গেছে। উল্লেখ্য ২০১৭ সালে তিনি সুজানগর পৌরসভায় স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি