January 15, 2025, 2:12 pm
মোঃ রাসেল সরকার : রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকার একটি টিনসেড বাসা থেকে হেলেনা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হেলেনা মাদারীপুর জেলার টেকেরহাট উপজেলার খসপুর গ্রামের মৃত হেলিমের মেয়ে। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ি কবরস্থান রোডের ওই বাসায় ভাড়া থাকতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. সোনিয়া পারভীন বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পাওয়া যায়। ওই গৃহবধূর স্বামী মো. সুজন একজন রিকশাচালক।
তাদের ঘরে তিন বছরের এক ছেলে সন্তান আছে। রাতে স্বামী-স্ত্রী পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে রাত ১টার দিকে ঘুমিয়ে পড়ে। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্বামী সুজন ঘুম থেকে উঠে হেলেনাকে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।