January 3, 2025, 9:03 am
বিশেষ প্রতিবেদক।
বরিশাল জেলার ঐতিহ্যবাহি গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ ও মা সমাবেশ এবং কন্যাদের দিয়ে মায়েদের পা ধোয়ানোসহ মা’দের প্রার্থনার একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তলন শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি আবু সাইদ নান্টু , গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর জৈষ্ঠ প্রভাষক মাসুদ রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর সদস্য উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াত ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, সমাজ সেবক বাবু গণেষ চন্দ্র দাস, সমাজ সেবক মোঃ আনিছুর রহমান, সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, জহর লাল পাল, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান সহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।