January 15, 2025, 7:39 am
মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহি পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় ৫১ তম ৫ দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও এ.কে.এম সায়ফুল ইসলাম (কাজল)।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি সুরুজ্জামান। প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাছিমা আক্তার । বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন । মাঠ অধিনায়ক অত্র বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক আব্দুল আজিজ
অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী শিক্ষক আতিকুল ইসলাম । পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ভলিবল, খোঁ খো, ক্রিটেক পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, দৌড়, গোলক নিক্ষেপ, স্থীর দড়ি লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিল ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য বালিশ ছুড়ে আইট কার প্রভৃতি।
উল্লেখ যে, এস.এস.সি ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অধীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ।