January 15, 2025, 5:04 am
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজের ২০২২/২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন করা হয়েছে। বুধবার(১লা ফেব্রুয়ারী২৩)ইং সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। উদ্বোধন শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- কলেজের ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ,প্রফেসার সুলতান আহমেদ ও রেজাউল হক প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক তাপস কুমার দেব, মানবাধিকার কর্মী জীবন মাহমুদ, শিক্ষার্থী মারিয়া জাহান মিরা, জেমি আক্তার ও তামান্না সহ সকল শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিদ্যালয়ের সভাপতি মীর ফারুক আহমাদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। তবে সকল ছাত্র ছাত্রীদের কে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে শ্রেণী কক্ষে স্মার্ট ফোন নিয়ে আসতে নিষেধ করেন।