January 15, 2025, 7:01 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে আটকে মারা যাওয়ার ৬ দিন পর লুকিয়ে রাখা মৎস্য শিকারী নির্ভসা বৈরাগীর (৬০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ মূল হোতা অরুন দাসকে খুলনা থেকে আটক করেছে।
আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) ভোর রাতে মুকসুদপুর উপজেলার চান্দার বিলের দুর্জধনের জোড়া পুকুরের কচুরীপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মৎস্য শিকারী নির্ভসা বৈরাগী মুকসুদপুর উপজেলার কলিগ্রামের মৃত যতীনময় বৈরাগীর ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, গত ২৫ জানুয়ারী সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বড়শী দিয়ে মাছ ধরার জন্য চান্দার বিলের উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়িতে ফেরৎ না আসায় ২৬ জানুয়ারী তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি।
পরে একই গ্রামের অরুন দাসের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জঁড়িয়ে নিখোঁজ নির্ভসা বৈরাগী মৃত্যুবরন করেন বলে জানতে পারেন। পরে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ স্পষ্ট হয়ে নির্ভসা বৈরাগী মারা গছ তার মরদেহ দূর্জয়ধনের জোড়া পুকরের কচুরীপানার নিচে লুকিয়ে রাখা হয় বলে পুলিশ নিশ্চিত হয়।
পরে ৩১ জানুয়ারী তথ্য প্রযুক্তির মাধ্যমে অরুন দাসকে খুলনা থেকে আটক করে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আটককৃতর দেয়া তথ্য মতে চান্দার বিলের দুর্জধনের জোড়া পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাইমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার সংক্রান্তে ভিকটিম নির্ভসা বৈরাগীর ছেলে পিংকু বৈরাগী বাদী হয়ে তার বাবার মৃত্যুর ঘটনায় অরুন দাস ও মিনি বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে মূল হোতা অরুন দাসকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামী মিনি বৈরাগীকে আটকের চেষ্টা চলছে। #