বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউ সদস্যদের মধ্যে ৩০শে জানুয়ারি রোজ সোমবার সকাল ১০টা আর্থিক সহায়তা প্রদান করা হয়।কারিতাস সিসিইউ ফেডারেশনের সভাপতি মি:মংথিন জো এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আজাদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার(সিডিও)মি:উচোমেন,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
আলোচনা শেষে দরিদ্র সি সি ইউ সদস্যদের ৪৮জনের মাঝে ২০০০ টাকা করে মোট ৯৬,০০০ হাজার টাকা প্রধান করা হয়।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *