পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে আগুনে পোরা দোকানগুলো পরিদর্শন শেষে ব্যবসায়ীদের এই অর্থসহায়তা তুলে দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল খালেক।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে এই সহায়তা গ্রহণ করেন টুনিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার আলী।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল আলম, জামায়াত নেতা ওয়ালিউর রহমান, বণিক সমিতির সভাপতি আব্দুল গণি প্রমূখ।
এর আগে, গত ১৮ জানুয়ারি রাতে টুনিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নুর ক্লথ স্টোর, মুক্তা পল্লী ফোন কনফেকশনারি, মুড়ি-চিড়ার দোকান, আমান ডেন্টাল কেয়ার ও উত্তরা বেকারি পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে ৫টি দোকানের মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জামায়াতের সহায়তা

Leave a Reply