স্টাফরিপোর্টার, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া গ্রামের বিজয় বসু’র পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতপাড় দক্ষিণপাড়া গ্রামের বিজয় বসু’র পুকুরে ওই অজ্ঞত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আনুমানিক ৫-৭ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়। লাশের গলায় দড়ি দিয়ে ইট বাঁধা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করাসহ আসামি গ্রেফতারের চেষ্টা করা হবে।
Leave a Reply