নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্টের জরিমানা

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নাগরপুর সদর বেবি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রোশন বিহীনসহ অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নাগরপুর,টাঙ্গাইল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *