January 15, 2025, 7:01 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩০শে জানুয়ারী রোজ সোমবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে দুপুর ১২টা’র দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় মুক্তারপুর নৌ পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাত ও বাম পা নেই এছাড়াও ডান পায়ের গোড়ালি কাটা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।
তিনি জানান, মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় এটি নিয়ে কাজ করছে পুলিশ।