বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহা-পরিচালক মেজর জেনারেল এ কে
এম আমিনুল হক।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা
জানান।

পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান
মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু
কামনায় প্রার্থনা করা হয়।

পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর
করেন।

এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ নাজিম
উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক
মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (সমন্বয়) মোঃ মাহবুবুর রহমান সরকার,
উপ-পরিচালক(মনিটরিং) মোঃ শরফুজ্জামান, গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের
অধিনায়ক শাওন আসাদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ
জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর জেনারেল এ কে এম আমিনুল হক গত ২৯ জানুয়ারী বাংলাদেশ আনসার ও
গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে যোগদান করেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *