January 15, 2025, 6:55 am
আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ১৪ দল ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াাসিন আলী হাতুড়ি মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ পৌর শাখার আয়োজনে পূর্ব চৌরাস্তায় এ সভা হয়। এ সময় পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, ঠকুরগাঁও সদর উপজেলা সভাপতি অরুনাংশ দত্ত টিটু, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সহসভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী প্রমুখ। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ১৪ দলের মনোনীত প্রার্থী ইয়াসিন আলী বলেন,পীরগঞ্জ-রাণীশংকৈল দুই উপজেলায় অনেক উন্নয়ন করেছি। আবারো জনগণের কাছে ভোট প্রার্থনা করলেন। নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলি সম্পুন্ন করবো।
আবু জাহেদ
পীরগঞ্জ, ঠাকুরগাঁও