নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল, সম্পাদক অক্ষয় কুমার

মোঃ হামিদার রহমান , নীলফামারী।।
নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মমতাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাবু অক্ষয় কুমার রায়।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ১০ টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার এ্যাড. আবু আহামেদ নুরুল জাকী।

রিটার্নিং কর্মকর্তা জানান, এ্যাডভোকেট মমতাজুল হক ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. আব্দুর রাজ্জাক শাহ্ পায় ৪৮ ভোট। অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ পায় ৯২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয় অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।

এছাড়াও ৮৯ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট কাজী ফয়েজ উল হক শিশির, ১০০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন, ১৩০ ভোট পেয়ে আবারও লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (সজীব) এবং ৭০ ভোট পেয়ে ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট সায়েম আফরিদ মুমু।

কার্যকরী সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট এ.বি.এম জিকরুল হক বরকত, অ্যাডভোকেট মুজাক্কির বিন মর্তুজা (দূর্লভ চৌধুরী), অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টু, অ্যাডভোকেট আবু সায়েম চৌধুরী, অ্যাডভোকেট আল বরকত হোসেইন, অ্যাডভোকেট বাবু সুজয় চন্দ্র রায় ও অ্যাডভোকেট সামসুজ্জোহা (জোহা)।

তিনি আরও বলেন, বিরতিহীন ভাবে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এরমধ্যে ১ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরীর ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বাবু অসিত কুমার ধর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *