August 31, 2025, 5:32 am
রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।
বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু বোঝাই বাল্কহেডের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
গত কাল ২৯ জানুয়ারি রবিবার ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজার সংলগ্ন খেয়া ঘাট থেকে কয়েকজন যাত্রী এবং মোটরসাইকেল নিয়ে সাহেবের চর খেয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি যাত্রীবাহী ট্রলার।
এ সময় আড়িয়াল খাঁ নদী ছিল শান্ত ছিল না কোন ঝড় তুফান তবে কিছুদূর যাওয়ার পরে
বালু ভর্তি একটা বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটি এতে একটি মোটরসাইকেল সহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলে তাদের মধ্য থেকে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ওই রাতে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছিল না নিখোঁজ হওয়া ব্যক্তির।
সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে বরিশাল নদী স্টেশন এর ডুবরী ইউনিট নিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের তৎপরতা চালায় কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর পরদিন সোমবার সকাল ১১টার সময় নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ডুবুরি ইউনিট। নিহত ওই ব্যক্তির নাম নাম মোঃ নান্নু বেপারী (৬০) তিনি সাহেবের চর খেয়া ঘাটের স্থানীয় বাসিন্দা।
সুমন তালুকদার
গৌরনদী, বরিশাল