হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় এলাকায় বেস্ট লাইফের কেন্দুয়া সাংগঠনিক অফিসে এ চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের কেন্দুয়া সাংগঠনিক অফিসের ইনচার্জ কাউসার হোসেন জানুর সভাপতিত্বে ও এজিএম মোঃ মাসুদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহ ডিভিশন-২ এর এএমডি মোঃ মাসুম হাসান জামাল, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স নেত্রকোনার জিএম মোঃ সাইফুল ইসলাম বাচ্চু, ডিজিএম মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বেস্ট লাইফের কেন্দুয়া সাংগঠনিক অফিসের গ্রাহক প্রয়াত আবুল হাসেমের মৃত্যুদাবীর ৫০ হাজার টাকা চেক তার স্ত্রী শামছুন্নাহারের কাছে হস্তান্তর করেন অতিথিবৃন্দ। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বেস্ট লাইফের মাঠকর্মী মোঃ বাদল মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply