January 21, 2025, 2:16 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ভারতে সাইফ আলী খান’র ওপর হামলায় অভিযুক্ত বিজয় দাশ নলছিটির শেহজাদ মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হ-ত্যা মামলা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে বো-মাবাজ স-ন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ২৫,০০০/- টাকা জরিমানা নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর মিরপুর ১২ ঝিলপাড় বস্তি উচ্ছেদে গৃহায়ন কর্তৃপক্ষের অভিযান গৌরনদীর নলচিড়ায় বিএনপির সভাপতির কুলখানি অনুষ্ঠিত মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ ঘাটাইলে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু ময়মনসিংহে একই কর্মস্থলে প্রায় ৯ বছর শিক্ষা প্রকৌশলীর,হাতিয়ে নিয়েছেন কোটি-কোটি টাকা
এতিম ও দুস্থ ৪ হাজার মানুষকে কম্বল দিলেন বিএনপি নেতা নাজমুল হাসান

এতিম ও দুস্থ ৪ হাজার মানুষকে কম্বল দিলেন বিএনপি নেতা নাজমুল হাসান

হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি এবং আটপাড়া উপজেলার ৭টি সহ মোট ২০টি ইউনিয়নের বিভিন্ন মাদরাসার এতিম শিশু ও দুস্থ ৪ হাজার মানুষকে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান।

কনকনে শীত চলাকালে গত এক মাসে তিন ধাপে রোটারিয়ান এম নাজমুল হাসান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।

এদিকে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আটপাড়া উপজেলায় মাদরাসার এতিম শিশুসহ স্থানীয় দুস্থদের মধ্যে ৫০০ কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটান তিনি।

আটপাড়া উপজেলার মাদরাসা শিক্ষার্থী এতিম মুহাম্মদ সজিব মিয়া, কেন্দুয়া উপজেলার বৃদ্ধ আবুল কালাম ও তারা বানুসহ কয়েকজন জানান, এ বছর শীত খুব বেশি। এমন শীতে কম্বল পেয়ে তাদের বেশ উপকার হয়েছে। এ জন্য তারা রোটারিয়ান নাজমুল হাসানকে ধন্যবাদ জানান।

কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমার ইউনিয়নের দুস্থ শীতার্তদের মধ্যে রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে কম্বল বিতরণ করেছেন রোটারিয়ান নাজমুল হাসান। কম্বল বিতরণের সময় আমিও উপস্থিত ছিলাম। এটি খুবই ভালো একটি উদ্যোগ।

আটপাড়া উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম আঙ্গুর বলেন, কনকনে শীতে আটপাড়ার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এতিম শিশু ও দুস্থ লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা নাজমুল হাসান। এতে আমরা খুবই আনন্দিত। কারণ অসহায় মানুষের পাশে থাকাই রাজনীতির মূল লক্ষ্য।

বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার ২০টি ইউনিয়নের শীতার্ত এতিম ও দুস্থ মানুষগুলোর মধ্যে কম্বল পৌছে দিয়েছি। প্রতিটি ইউনিয়নে ২০০ করে মোট ৪ হাজার কম্বল বিতরণ করেছি। আশা করি, এতে অসহায় মানুষগুলোর কিছুটা হলেও শীত নিবারণ হয়েছে।

তিনি আরও বলেন, এরকম মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD