বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আগৈলঝাড়ার রেশমা রহমান আইরিন আর নেই

বি এম মনির হোসেনঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোসাম্মৎ রওশন আরা বেগম লিলি’র মেয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রেশমা রহমান আইরিন (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামে মরহুমার পৈত্রিক বাড়িতে জানাজা শেষে তার দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাবুগঞ্জ, আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *