গোপালগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “নেশা মুক্ত সমাজ চাই, সুস্থ জীবন গড়তে চাই, মাদক ব্যবসা করে যারা, জনগনের শত্রু তারা” এ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি, মুভমেন্ট ফর এনলাইনমেন্ট টিভি চ্যানেলের আয়োজনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আজ রোববার (২৯ জানুয়ারী) দুপুরে বাটিকামারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি মাদ বিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাটিকামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়েং শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু। ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি ও কহলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, সাহিত্যিক নাট্যকার আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশের সভাপতি ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসমা খানম জানান, ক্রিয়েটিভ সোসাইটি বাংলাদেশ ২০১৮ সাল থেকে একটি অরাজনৈতিক, মানবিক এবং সেবামূলক সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মুকসুদপুর এলাকায় মাদক নির্মূলের জন্য মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়াও সংগঠনটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় দরিদ্র অসুস্থ্য মানুষের চিকিৎসা সেবা প্রদান এবং বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় খাবারের আয়োজনসহ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *