August 31, 2025, 7:44 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় এলাকার সূর্যবান মহল্লায় উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাছুদ আঞ্জুমান। সম্মেলনের উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হক। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ক্ষেতলাল পৌর বিএনপির আহবায়ক প্রভাষক আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। সম্মেলনে খালেদুল মাছুদ আঞ্জুমানকে সভাপতি ও আবু বক্কর ছিদ্দিককে সাধারণ সম্পাদক ও মেহেদী আশিক পার্থকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করা হয়। সম্মেলন উপস্থাপনায় ছিলেন, প্রভাষক নাফিউল হাদী মিঠু। সম্মেলনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, কাউন্সিলার ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।