এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সত্যকে হত্যার চেষ্টা সব সময়ই হয়। যারাই যখনই সত্যের বাতিকে নিভিয়ে দিতে চেয়েছে, তারা প্রত্যেকেই অসুর, প্রত্যেকেই পাশব। তবে পশুদের আগ্রাসনের পদ্ধতি সব সময় এক হয় না। সত্যকে ‘হত্যা’ করতে আগ্রহী মিথ্যার পূজারিরাও বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সময় মানবতার মানচিত্রে হানা দেয়
জয়পুরহাট ক্ষেতলালে জমি-জমাকে কেন্দ্র করে স্বামী স্ত্রী মারাত্মক আহত।
আহতরা হলেন ক্ষেতলাল উপজেলা মিনিগাড়ি গ্রামের মৃত জিয়ার প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন বুলু (৪২), তার স্ত্রী- মুনিহার বানু (২৮) আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার সকাল ৯টার দিকে ভুক্তভোগীর বসত বাড়ির পাশের জায়গা কে কেন্দ্র করে প্রতিপক্ষ সুমুন হোসেন সামীম ,(২৪) মোকছেদ আলী (৪৫) ইউনুস আলী(৫৫) , সায়মা ৫০) ফরিদা বিবি(৪০) দিলবর হোসেন (৪০) নুপুর (২২) ফিহাদ(২৩)দেলোয়ার হোসেন বুলুর সাথে জমি-জমাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে স্বামী দুইজনকে তাদের হাতে থাকা লাঠি ও হাসোয়া দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী এসে পরলে মরধরকারীরা পালিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসাধীন দেলোয়ার হোসেন তার স্ত্রী মুনিহার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি অবস্থা আশঙ্কাজনক হওয়াই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সুমুন হোসেন শামীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে দেলোয়ার হোসেন বুলুর স্ত্রী মুনিহার বানু বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষেতলালে জমি-জমাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর উপরে মধ্যযুগীয় বর্বর হামলা

Leave a Reply