January 15, 2025, 2:39 pm
এইচ,এম রাজিব
বাংলাদেশের জনপ্রিয় ও বহুল আলোচিত মিডিয়া’সুর-ধ্বনি মিউজিক এর ব্যানারে আজ মুক্তি পাচ্ছে ‘তোকে বেশি ভালোবাসি’
রিজভী রোজ এর কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন পরিচিত মুখ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কন্ঠশিল্পী মায়া মনি ও তার সুরেলা কণ্ঠের সাথে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় তরুণ প্রজন্মের গীতিকার রিজভী রোইজ । গানটির মিউজিক কম্পোজ করেছেন এইচ,আর লিটন ।
গানটি নিয়ে গীতিকার ও শিল্পী
রিজভী রোইজ বলেন, গানের কথা ও সুর আমাদের বিমোহিত করেছে তাই আমরাও আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি গানটি সকলের হৃদয়ে দোলা দিবে। আমাদের সবগুলো কাজের ভেতর এটা একটা অন্যতম কাজ। ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন লোকেশনে এ গানের চিত্র ধারণ করা হয়েছে।