বানারীপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।। ঘটনাটি রহস্য জনক

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার খেজুর বাড়ি গ্রামের গৃহবধূ স্বর্না আক্তার (২০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি রবিবার ২৯ জানুয়ারী বেলা ১১ টার দিকে। বানারীপাড়া থানার ওসি তদন্ত মোঃ মবিন জানান, ঘটনাস্থল থেকে স্বর্নার লাশ টিনের ঘরের রুয়ার সাথে গলায় ওড়না পেঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই দিনই বিকেলে বরিশাল শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। স্বর্নার পিতার বাড়ি উজিরপুর উপজেলা জেলার ভবানীপুর গ্রামে। স্বর্নার গলায় ফাঁসের মোটিভ সম্পর্কে এ রিপোর্ট লেখা পযর্ন্ত পাওয়া যায়নি। তবে স্বর্নার শ্বশুর বাড়ির এবং পিতার বাড়ির লোকজন জানায় স্বর্নার স্বামী রবিউল ইসলাম (৩০) এর সাথে দেড় বছর হয় ওদের বিয়ে হয়েছে। পারিবারিক তেমন সমস্যা ছিলনা। স্বর্না বিয়ের পূর্বে কিছুটা অসুস্থ ছিল। কয়েক দিন থেকে সে বিভিন্ন খারাপ স্বপ্ন দেখছিল। তার উপর জ্বিনের আছর ছিল। এজন্য অনেকবার তাকে ফকিরের চিকিৎসা করানো হয়েছে। রবিবার সকালে ফজরের নামাজ পরে ঘরের কাছ করে স্বামীর সাথে খাবার খেয়েছে। এরপর স্বামী রবিউল কাজের জন্য বাইরে বের হয়। তখন ঘরে কেউ ছিলোনা। এলাকার লোকজন ঘটনাটি রহস্যজনক বলে জানান।

এ ব্যপারে তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, ময়না তদন্তের রির্পোটের জন্য অপেক্ষা করতে হবে। তাছাড়া আমরা আরো তদন্ত করছি।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *