August 31, 2025, 1:01 am
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন বলেছেন- ময়মনসিংহের কৃতি সন্তান, মহিয়সী নারী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টি সব সময় দেশের মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। যেহেতু শীতের তীব্রতা বেশি তাই ময়মনসিংহ সদর এলাকার গরীব, অসহায় ও দুঃস্থ মানুষগুলো শীতের সময় ভীষন কষ্টে থাকে। তাদের কথা চিন্তা করেই ময়মনসিংহ সদরের ১১টি ইউনিয়ন ও ১টি সিটি করপোরেশন এলাকায় শীতার্ত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বেগম রওশন এরশাদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতার্ত মানুষের মাঝে রওশন এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টির এই কম্বল বিতরন অব্যাহত থাকবে।
শুক্রবার (২৭জানুয়ারী) সদর উপজেলার ১ নং অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সদর উপজেলা জাতীয়পার্টির যুগ্ন আহবায়ক ওঅষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সদর উপজেলার যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ, ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক লিটন চিশতী, ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মুসা সরকার, ইউনিয়ন জাতীয় তরুণ পার্টির যুগ্ন আহবায়ক রোমান মিয়া সহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগ, সংকট মুহুর্তে মানুষের পাশে রয়েছেন , ঠিক একইভাবে তারই সহধর্মিণী আমাদের ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপি করোনা সংকটসহ যেকোন দুর্যোগে পাশে থাকেন। তাই বরাবরের মতো চলমান শীতে সদরের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলা ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি বলেন- বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে যে কোনো দূযোর্গ মোকাবিলা করতে আমরা আপনাদের আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এসময় তিনি সকলের কাছে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির জন্য দোয়া প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।