মুন্সীগঞ্জে স্বরসতী পুজা উপলক্ষে চিত্রঙ্কাণ প্রতি‌যো‌গিতা অনুষ্টিত

‌মোঃলিটন মাহমুদ , মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার বাঘমামু‌দা‌লিপাড়া সরস্ব‌তি পুজা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হ‌য়ে‌ছে ।

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো,’ এমন প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (২৭ শে জানুয়ারী ) সকাল ১০ঘ‌টিকায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার বাগমামুদালী (বালুরমাঠ), মুন্সীগঞ্জ
শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতিতের উদ্দ‌্যে‌গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি উদ্বোধন করেন শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতির প‌রিচালনা প‌রিষ‌দের সভাপ‌তি প্রশান্ত কুমার দুলাল ।

। এতে সভাপতিত্ব করেন করেন শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির কল্যাণ সমিতির স্বরসতী পুজা উজ্জাপন ক‌মি‌র্টির সভাপ‌তি ডাঃকুমার মৃদুল দাস প্রিন্স ।

এ‌তে আ‌রো উপস্হ‌িত ছি‌লেন ,ডাঃতপন কুমার দাশ,পুজা রানী সাহা,গৌরঙ্গ চাদ্র হাজরা ,নিমল চন্দ্র সাহা,মলক সহ এত এলাকা গন‌্যমান‌্য ও অ‌ভিবাবক বৃন্দ উপস্হ‌িত ছি‌লেন ।

বিচারকের দায়িত্বে ছিলেন প্রশান্ত কুমার দুলাল পুজা রানী সাহা,গৌরঙ্গ চাদ্র হাজরা ।

 প্রতিযোগিতাটি চারটি বিভাগে অনুষ্ঠিত হয়।। তাদের আঁকার বিষয় ছিল উন্মুক্ত, খ বিভাগ ছিল ০-৬ বছরের শিশুদের জন্য। তাদের জন্যও আঁকার বিষয় উন্মুক্ত ছিল, গ বিভাগ ছিল ৭-১২ বছরের শিশুদের জন্য। তাদের ছবির বিষয় ছিল খেলাধুলা ও গ্রাম বাংলার চিত্র এবং ঘ বিভাগ ছিল ১২-১৮ বছরের শিশুদের জন্য। তাদের জন্য স্বরসতী প্রতিমা বিষয়ক ছবি আঁকা নির্ধারিত ছিল।

চ‌িত্রঙ্কান প্রতিযো‌গিতা শে‌ষে বিজয়ী‌দের মা‌ঝে পুরুস্কার বিতরন করা হয় ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *