May 13, 2025, 5:58 am
মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৭ব্যক্তিকে সাড়ে ৪হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাইওয়ের থানার সহযোগিতায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া-প গড় মহাসড়কের পিকনিক কর্ণার সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, সড়কে আইন মেনে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়ক দূর্ঘটনা রোধে এই সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক সাত ব্যক্তিকে ৪ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।