January 3, 2025, 5:27 am
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। ওই কয়েদী কারাগারের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করেছিল।
তবে এ ঘটনায় এক কারারক্ষীকে প্রত্যাহার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
নিহত কয়েদীর নাম নজরুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাই কাশিমপুর কেন্দ্রীয় সিকিউরিটি কারাগারে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কয়েদী।
পরে কারা কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নজরুল ইসলাম ২০১৭ সালে পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি ছিল।
কাশিমপুর হাই সিকিউরিটি পার্ট-৪ সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার এবং দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
রাসেল শেখ
গাজীপুর