ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় বিট পুলিশিং সমাবেশ ও দুস্থ, অসহায় ও গ্রাম পুলিশের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভালুকা মডেল থানার আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি/২৩) বিকালে ভালুকা মাইক্রোস্ট্যান্ড মাঠে বিট পুলিশিং ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ভালুকা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম সহ জনপ্রতিনিধি এবং আ.লীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গ্রাম-পুলিশগন, সাংবাদিকবৃন্দ ও ভালুকা থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভালুকা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত)মোঃ জাহাঙ্গীর আলম।
বিট পুলিশিং সমাবেশে অতিথিবৃন্দ থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের সেবা-সমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার মানসে সকলকে এক-যোগে কাজ করার ব্যাপারে ঐকান্তিক আহ্বান জানান। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাঁর বক্তব্যে জঙ্গিবাদ,সন্ত্রাস,মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আসন্ন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছ্বতা বজায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং কাউকে এ সংক্রান্তে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানান।
এরপর প্রধান অতিথি পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত গ্রাম-পুলিশদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ভালুকা থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা গ্রাম-পুলিশ সদস্য-দের মাঝে এই উদ্যোগ ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়। কম্বল বিতরণের সময় তাদের অভিব্যক্তিতে প্রধান অতিথি পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাপ্রসূত ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছিল যা থানা এলাকার নিরাপত্তা রক্ষায় তাদেরকে আরও তৎপরতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।পরিশেষে পুলিশ সুপার প্রত্যন্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তব্য সমাপ্ত করেন।
Leave a Reply