January 15, 2025, 12:44 pm
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগরে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ৪টি করে ছাগল ও নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন , পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান জানান, কোন ভিক্ষুক যেন তার পরিবারের বোঝা না হয় সেজন্য তাদের ছাগল প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা হবে। শুধু তাই নয় প্রত্যেক ভিক্ষুককে সামাজিক নিরাপত্তা বেষ্টুনির আওতায় আনা হয়েছে। যেসব ভিক্ষুককে ছাগল বিতরণ করা হয়েছে উদ্দেশ্য সফল করতে যথাযথভাবে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।