সাংবাদিক‌ের কন্যা ম‌রিয়ম জাহান সাঈদার ’র’ শুভ জন্মদিন আজ

মোঃ লিটন মাহামুদ, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

ম‌রিয়ম জাহান সাঈদা ৭তম শুভ জন্মদিন পালন করা হ‌য়ে‌ছে। বুধবার সন্ধায় মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার নৈয়‌দিঘীর পাথর গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে এই জন্ম‌দিন পালন করা হয়। ২০১৬সা‌লে যখন ২৫জানুয়ারী রাত সা‌ড়ে ৯টায় জন্ম হয়, এর পর দাদা মোঃ আলী আকবর নাম রা‌খেন ম‌রিয়ম, বাবা রু‌বেল মাদবর নাম র‌খেন জাহান, চাচা ইব্রা‌হিম নাম রা‌খে সাঈদা, এই তিন জ‌নের নাম এক ক‌রে রাখা হয় ম‌রিয়ম জাহান সাঈদা।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন বাবা- মা, দাদা -দাদীসহ আত্নীয়সজন আরো অ‌নে‌কেই। এসময় সবাই ম‌রিয়ম জাহান সাঈদার শুভ জন্মদিনে অফুরন্ত ভালোবাসা ও দোয়া কামনা ক‌রেন।
এসেছে জন্মদিন বছরের পর বছর ঘু‌রে জন্ম‌দি‌নের শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে সক‌লে মি‌লে। ম‌রিয়ম জাহান সাঈদার জেটা সাংবা‌দিক মোঃ লিটন মাহামুদ জানান, দোয়া করি হৃদয় থেকে মন ভরে, সারা জীবন থেকো যেন হাসি মুখে, জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় দোয়া ক‌রি বড় হ‌য়ে মানু‌ষের মত মানুষ হও দেশ ও জাতীর জন‌্য যা‌তে কাজ কর‌তে পা‌রো।
ম‌রিয়ম জাহান সাঈদারের শুভ জন্মদিনে, দোয়া করি ক্ষনে ক্ষনে, খুশি আজ মনে মনে। আকাশ প্রাণে আজই, হাসি উজ্জল মুখ, ম‌রিয়ম হাসি দেখে আমি পাই যে খুজে সুখ। তোমার সব ইচ্ছেগুলো পূরণ হোক জীবনে সফল হওক সারাজীবন।কোনো বাধা বিপত্তি যেন তোমায় স্পর্শ করতে না পারে এই কামনায় করি মামুনী। আবারো জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন শুভ জন্মদিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *